
নিউজটাইম ওয়েবডেস্ক : অযোধ্যার পরে এবার কাশী ও মথুরায় মসজিদ গুঁড়িয়ে হিন্দু ধর্মের হৃত গৌরব ফেরানোর ডাক দিলেন কর্নাটকের মন্ত্রী তথা বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পা।
বুধবার অযোধ্যায় রাম মন্দিরের ভিতপুজো উপলক্ষে কর্নাটকের শিবমোগ্গা জেলায় পুজো ও যজ্ঞের ব্যবস্থা করে রাজ্য বিজেপি নেতৃত্ব। সেই অনুষ্ঠানে যোগ দিতে এসে রাজ্যের পঞ্চায়েত রাডজ ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী ঈশ্বরাপ্পা বলেন, ‘দাসত্বের একটি চিহ্ন মুছে ফেলা গিয়েছে। আরও দুটি বাকি রয়েছে কাশী ও মথুরায়, যেগুলি মুছে ফেলা দরকার এবং ওই দুই স্থানে মন্দির নির্মাণের জন্য মসজিদকে জায়গা ছাড়তে হবে।’ কর্নাটক বিজেপির প্রাক্তন সভাপতি বলেন, শক্তিশালী ভারত গড়ে তুলতে দাসত্বের সমস্ত চিহ্ন ভারতের বুক থেকে মুছে ফেলতে সব রকম চেষ্টা করতে হবে। এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে কর্নাটক কংগ্রেসের মুখপাত্র বি এল শংকর বলেন, ‘আমরা জানি না, এই অবস্থান ঈশ্বরাপ্পার ব্যক্তিগত না কি বিজেপি-র। যদি বিজেপি এমন অবস্থান নিয়ে থাকে, একমাত্র তাহলেই আমরা এই নিয়ে মন্তব্য করব।’Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022