
নিউজটাইম ওয়েবডেস্ক : ইহলোক ত্যাগ করলেন সারদা মিশনের অধ্যক্ষা প্রব্রাজিকা ভক্তিপ্রাণা। রবিবার রাত ১১টা ২৪ মিনিটে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০২ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এই কারণে ৭ ডিসেম্বর তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালেও ভর্তি করা হয়েছিল তাঁকে। গতকাল রাতেই ইহলোকের মায়া ত্যাগ করে অমৃতের পথে যাত্রা করলেন তিনি।
১৯৫৯ সালে তিনি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষের থেকে দীক্ষা নেন। ১৯৬০ সালে রামকৃষ্ণ মিশনের পরিচালনা সমিতির সদস্যা হন।এবং ওই বছরই মাতৃভবন হাসপাতালের সম্পাদক হন তিনি। মাতৃভবনের উন্নয়নের জন্য সদা সচেষ্ট ছিলেন। ১৯৯৮ সালে সারদা মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ অধ্যক্ষা হন। পরবর্তীতে ২০০৯ সালে অধ্যক্ষা হন তিনি। আমৃত্যু সেই পদে থেকেই নিজের দ্বায়িত্ব সামলেছেন। তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমেছে।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023