অমৃতের পথে যাত্রা করলেন সারদা মিশনের অধ্যক্ষা

নিউজটাইম ওয়েবডেস্ক : ইহলোক ত্যাগ করলেন সারদা মিশনের অধ্যক্ষা প্রব্রাজিকা ভক্তিপ্রাণা। রবিবার রাত ১১টা ২৪ মিনিটে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০২ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এই কারণে ৭ ডিসেম্বর তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালেও ভর্তি করা হয়েছিল তাঁকে। গতকাল রাতেই ইহলোকের মায়া ত্যাগ করে অমৃতের পথে যাত্রা করলেন তিনি।

১৯৫৯ সালে তিনি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষের থেকে দীক্ষা নেন। ১৯৬০ সালে রামকৃষ্ণ মিশনের পরিচালনা সমিতির সদস্যা হন।এবং ওই বছরই মাতৃভবন হাসপাতালের সম্পাদক হন তিনি। মাতৃভবনের উন্নয়নের জন্য সদা সচেষ্ট ছিলেন। ১৯৯৮ সালে সারদা মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ অধ্যক্ষা হন। পরবর্তীতে ২০০৯ সালে অধ্যক্ষা হন তিনি। আমৃত্যু সেই পদে থেকেই নিজের দ্বায়িত্ব সামলেছেন। তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমেছে।   

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube