
নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যপাল ও রাজ্য সরকারের সংঘাত ক্রমশ বেড়েই চলেছে। সেই বিরোধে নতুন মাত্রা যোগ হতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকরের সাক্ষাৎ। সম্প্রতি রাজ্যপালের আক্রমণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে কড়া ভাষায় জবাব দিয়েছেন। এবার রাজ্যপাল রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে।
এদিন রাজ্যপাল জগদীপ ধনকর টুইট করে জানিয়েছেন, “পশ্চিমবঙ্গের চিন্তাজনক পরিস্থিতি নিয়ে আজ দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করব। রাজ্যের অবস্থা এবং যেভাবে মমতা প্রশাসন চলছে তা জানাব। রাজ্যপাল টুইটে ব্যাখ্যা করে বলেছেন, “রাজ্যের ও রাজ্যবাসীর কল্যান আমার কাছে সব থেক বড় বিষয়। আমার কার্যকলাপ এবং পদক্ষেপ মানুষকে দুর্দশা থেকে মুক্ত করার জন্যই।” একইসঙ্গে তিনি লিখেছেন, “সংবিধানের ১৫৯ ধারায় বর্ণিত রাজ্যপালের কর্তব্য মেনেই আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মমতা সরকারের প্রশাসন নিয়ে আলোচন হবে। সেই ধারা বলছে সংবিধান রক্ষা এবং সংবিধান মেনে প্রশাসন চালাতে আমার প্রয়াস সর্বাত্মক হতে হবে। রাজ্যবাসীর কল্যান ও উন্নতিতে আমাকে সর্বক্ষণ নিয়োজিত থাকতে হবে। পশ্চিমবঙ্গবাসীর প্রতি সেই দায়বদ্ধতার শপথ আমার রয়েছে।” এর আগে গড়িয়া শ্মশানে বেওয়ারিশ মৃতদেহ, উপাচার্যদের নিয়ে বৈঠক, হেমতাবাদের বিজেপি বিধায়ক খুন সহ নানা ইস্য়ুতে রাজ্য়পাল মমতা সরকারকে বিঁধেছিলেন। তার পাল্টা জবাব দিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বিজেপির মুখপাত্রের থেকেও রাজ্য়পাল ভয়ঙ্কর বলে মন্তব্য় করেছেন মমতা। এবার রাজ্য়ের আইন-শৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর বিতর্ক কোন দিকে মোড় নেয় তা দেখার।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022