
নিউজটাইম ওয়েবডেস্ক : অমিতাভ এবং অভিষেকের পর এবার হাসপাতালে ভর্তি অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন! সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, কোভিড -১৯-এর চিকিত্সার জন্য মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে ঐশ্বর্য রাইকে। ৪৬ বছর বয়সী এই অভিনেত্রীর দেহে কিছুদিন আগেই করোনাভাইরাস পজিটিভ মেলে। মুম্বইয়ে বচ্চনদের বাড়ি জলসায় সেলফ আইসোলেশনে ছিলেন তিনি। জলসা সহ বচ্চন পরিবারের মালিকানাধীন আরও তিনটি বাংলো বৃহৎ মুম্বই কর্পোরেশন বা বিএমস সিল করে দিয়েছিল।
ঐশ্বর্য রাই বচ্চনের শ্বশুর অমিতাভ বচ্চন এবং স্বামী অভিষেকও নানাবতী হাসপাতালেই রয়েছেন। গত সপ্তাহে তাঁদের দেহে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। ঐশ্বর্য এবং অভিষেকের আট বছরের কন্যা আরাধ্যারও কোভিডি-১৯ সংক্রমণ রয়েছে। অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন একমাত্র কোভিড-১৯ নেগেটিভ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022