
দেগঙ্গায় ম্যাক্স বোলেরো গাড়ির ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহী এক বৃদ্ধের ।দেগঙ্গায় একটি ম্যাক্স বোলেরো গাড়ি ধাক্কা মারে সাইকেল আরোহী এক বৃদ্ধকে ।রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকলেও কোনও পথচারী সাহায্য করতে এগিয়ে আসেননি ।
দেগঙ্গায় কেউ যখন হাসপাতালে নিয়ে যেতে এগিয়ে এল না, ঠিক সেই সময় বৃদ্ধকে সাহসের সাথে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেন এক মহিলা ভ্যান চালক ।যদিও শেষ রক্ষা হল না তাতেও । হাসপাতালে মৃত্যু হয় বৃদ্ধ সাইকেল আরোহীর ।
ঘটনাটি ঘটে দেগঙ্গার বিশ্বনাথপুর এলাকায়, টাকি রোডে । সোমবার সকালে একটি ইঁট বোঝাই করা ম্যাক্স বোলেরো গাড়ির ধাক্কায় মৃত্যু হয় সাইকেল আরোহী এক বৃদ্ধের । মৃত বৃদ্ধের নাম আয়েপ মাটি(৬০) । স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে সাইকেল চালিয়ে টাকি রোড দিয়ে যাচ্ছিলেন আয়েপ মাটি । অভিযোগ, পিছন দিক থেকে একটি ইঁট বোঝাই ম্যাক্স বোলেরো গাড়ি ধাক্কা মারে তাঁকে । গাড়ি ফেলে পালিয়ে যায় চালক । অভিযোগ, রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে এগিয়ে আসেননি কেউ ।
দীর্ঘক্ষণ রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তিনি । পথচারীরা দেখেও না দেখার ভান করে চলে যান পাশ কাটিয়ে । অবশেষে ভ্যান চালক, আজিরা খাতুন, সাহসের সাথে রক্তাক্ত ওই বৃদ্ধকে উদ্ধার করে নিয়ে যান বিশ্বনাথ পুর গ্ৰামীণ হাসপাতালে । সেখান থেকে বারাসত হাসপাতালে নিয়ে গেলে মারা যান ওই বৃদ্ধ । দৃর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ । আটক করা হয় ঘাতক গাড়িটিকে ।প্রতক্ষ্যদর্শীদের দাবি দূর্ঘটনায় আহত ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ভ্যানচালক আজিরা খাতুন।
- কলকাতা বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের বিমানে বোমাতঙ্ক! - June 6, 2023
- দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিংহ - June 6, 2023
- ত্রিকোণ প্রেমের জেরে খুন ! - June 6, 2023