
নিউজটাইম ওয়েবডেস্ক : রাত পোহালেই অভিষেকের সভা কেশপুরে। তার আগেই স্থানীয় শাসক দলের নেতাদের বিরুদ্ধে সরব বঞ্চিত উপভোক্তারা।মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘নিজ ভূমি নিজ গৃহ’ প্রকল্পে বঞ্চিত উপভোক্তারা। প্রায় ৬,৭ বছরেও মাথার উপরে তৈরি হয়নি ছাদ, নেই কোন দরজা জানলা।৭২ টি পরিবার নিয়ে কলোনি গড়ে উঠবে সেই আশায় বুক বেঁধেছিলেন গ্রামবাসীরা। প্রকল্পের বরাদ্দ টাকা, জমির পাট্টার কাগজ জোর করে হাতিয়ে নিয়েছে স্থানীয় তৃণমূল নেতারা! অভিযোগ গ্রামবাসীদের। সুযোগ পেলে অভিষেককে অভিযোগ জানাবো বললেন গ্রামবাসীরা।
Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023