
শুক্রবার শালবনীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপরে হামলা করার অভিযোগ উঠল কুড়মিদের বিরুদ্ধে । এই ঘটনাকে কেব্দ্র করে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী । ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হল প্রশাসনকে । সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট তলব করেছে নবান্ন । ঘটনায় রাজ্যের মন্ত্রী, বীরবাহা হাঁসদার গাড়িতেও চালানো হয় হামলা ।
গতকাল ঝাড়গ্রাম থেকে গজাশিমুল যাওয়ার পথে এই গ্রামের রাস্তায় অভিষেকের কনভয়ে হামলার ঘটনা ঘটে ।তবে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ও গাড়ি ভাঙচুরের ঘটনায় কুড়মি সম্প্রদায় কোনও ভাবেই জড়িত নয় বলে জানিয়েছেন রাজ্য কমিটির সদস্য পরিমল মাহাতো ও সঞ্জয় মাহাতো । আজ বাঁকুড়ার খাতড়ায় এক সাংবাদিক বৈঠক করে ঘটনার তীব্র নিন্দা করার পাশাপাশি এই ঘটনা সম্পূর্ণ নাটক বলে দাবি কুড়মি রাজ্য নেতৃত্বের ।
গতকাল ঝাড়গ্রামের গড়শালবনিতে অভিষেকের কনভয়ে হামলার পর তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করতে সকাল থেকেই পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো । এই ঘটনার পরে, এবার অভিষেকের যাত্রাপথ যাতে আর কোনও ভাবে বাধাপ্রাপ্ত না হয় বা কনভয়ে হামলা যাতে না করা হয়, সে কারণে সকাল থেকে শুরু হয়েছে পুলিশের তৎপরতা । ঝাড়গ্রাম থেকে খড়্গপুরের চৌরঙ্গী জাতীয় সড়ক ধরে খেমাশুলির উপর দিয়ে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার কনভয় । পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে জাতীয় সড়কের উপর আদিবাসী কুড়মি সমাজের প্যান্ডেল ও মাইক বাজেয়াপ্ত করল পুলিশ । কুড়মি সমাজের বেশ কয়েকজন নেতৃত্বকে আটক করা হয়েছে বলেও জানা গিয়েছে ।
অন্যদিকে, ঝাড়গ্রামে অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হল ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে ।৩০৭ ধারায় খুনের মামলা , সরকারি সম্পত্তি ভাংচুর করার মামলা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে । ইতিমধ্যে, এই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ ।
গতকালকের ঘটনার পর থমথমে ঝাড়গ্রামের গড়শালবনি গ্রাম ।ইতিমধ্যেই ঝাড়গ্রাম জেলা পুলিশ একটি “সুয়োমটো” মামলা দায়ের করেছে । মামলা করা হয়েছে জামিন অযোগ্য ধারায় । ঘটনাতে এই গ্রামেরই চারজনকে আটক করেছে পুলিশ । এই পরিপ্রেক্ষিতে আটক হওয়া ব্যক্তিদের পরিবারের দাবি, ধৃত ব্যক্তিরা কাজ সেরে বাড়ি ফিরছিলেন, এমন সময়ে তাদের তুলে নিয়ে গিয়েছে পুলিশ ।তাঁদের পরিবারের দাবি তারা নির্দোষ, এবং এই ঘটনার সঙ্গে তাদের কোন রকম জোগ নেই ।
- রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্মানহানির মামলা - May 30, 2023
- আবার চড়বে পারদ ? - May 30, 2023
- এসটিএফের অভিযানে বানচাল গাঁজা পাচারের ছক - May 30, 2023