
নিউজটাইম ওয়েবডেস্ক : বাংলার টলিউড জগতের কিংবদন্তী অভিনেতাদের মধ্যে অন্যতম অভিনেতা সব্যসাচী চক্রবর্তী।তথাকথিত নায়ক সুলভ চেহারা তাঁর কোনওদিনই ছিল না, তাই কোনোদিন ‘হিরো’ আখ্যা তিনি পাননি।সব্যসাচী যথার্থ অর্থেই ‘অভিনেতা’। বিগত কয়েক দশক ধরে অভিনয় জগত সেই ছাপ বহন করে চলেছে। তাঁর অভিনয় দক্ষতা তাঁকে রাজ্যের সীমানা পেরিয়ে বলিউডেও নিয়ে গিয়েছে। বাচিকশিল্পী হিসেবেও সব্যসাচীর জনপ্রিয়তা দিন দিন বেড়েছে।
বাংলার আট থেকে আশি অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর ভক্ত হয়ে উঠেছে। বহু চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে তাঁর অভিনীত ‘ফেলুদা’ চরিত্রটি। সৌমিত্র চট্টোপাধ্যায়’এর পর একমাত্র তাঁকেই ফেলুদা হিসেবে মান্যতা দিয়েছে, প্রশংসা করেছে বাংলার দর্শক।বর্ষীয়ান অনেক অভিনেতারা আমৃত্যু কাজ করে গিয়েছেন। কিন্তু অভিনেতা সব্যসাচী চক্রবর্তী অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্তের কথা সব্যসাচী চক্রবর্তী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বলেছেন। বাংলাদেশের এক জনপ্রিয় সংবাদমাধ্যম অভিনেতাকে প্রশ্ন করেন,তাঁকে বাংলাদেশের কোনও সিনেমায় দেখা যাবে কিনা। সব্যসাচী এর উত্তরে জানিয়েছেন, তাঁকে কোনও সিনেমাতেই দেখা যাবে না। তিনি সিনেমা থেকে বিদায় নিচ্ছেন।তিনি এও জানিয়েছেন সিনেমা জগত নিয়ে তাঁর কোনও অভিমান জন্মায়নি। বয়স হয়েছে, তাই সিনেমা জগত থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে চাইছেন তিনি। একই সঙ্গে জায়গা ছেড়ে দিতে চাইছেন নতুন প্রজন্মকে।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023