অভিনব কায়দায় সোনার দোকান থেকে টাকা চুরি

নিউজটাইম ওয়েবডেস্ক : মধ্যমগ্রাম বাদু রোডের একটি সোনার দোকান থেকে গত একুশে জানুয়ারি অভিনব কায়দায় প্রযুক্তিকে ব্যবহার করে অনলাইনের মাধ্যমে ৪০ হাজার টাকা প্রতারণা করে বছর তিরিশের এক তরুণী, প্রথমেই ওই অজ্ঞাত পরিচয় তরুণী দোকানে ঢুকেই দোকান মালিককে কাকু বলে সম্বোধন করেন এবং বলেন যে মা ফোন করেছিল কিনা, আমার বিয়ের একটি অনুষ্ঠানে গিফট কেনার আছে সেই অনুযায়ী গলা এবং নাকের দুটি অলংকার ক্রয় করেন যার মূল্য ৪০ হাজার ৩০০ টাকা। এর পরবর্তীকালে দোকান মালিক গৌতম বাবুকে তরুণী বলেন এই টাকাটি তিনি অনলাইনের মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক একাউন্টে পেমেন্ট করবেন।

দোকান মালিক গৌতম বাবু এই প্রস্তাবে রাজি হন এবং ওই তরুণী মোবাইল মারফত অনলাইনে স্বর্ণ ব্যবসায়ী গৌতম বাবুর একাউন্টে ৪০ হাজার ৩০০ টাকা পেমেন্ট করেন এবং তার পেমেন্ট সফল ভাবে ট্রান্সফার হওয়ার মেসেজ ও দেখান, পরবর্তীতে স্বর্ণ ব্যবসায়ী ব্যাংকে ফোন মারফত জানতে চান যে নির্ধারিত টাকা তার একাউন্টে পৌঁছেছে কিনা ,এসব ক্ষেত্রে এক আধ ঘন্টা দেরী হওয়ার সম্ভাবনা থাকে এরকমই কথা ব্যাংক কর্তৃপক্ষ জানালে স্বর্ণ ব্যবসায়ী ওই তরুণীকে দোকান থেকে ছেড়ে দেন,পরবর্তীকালে দেখা যায় সাকসেসফুলি সেন্ট মেসেজটি সম্পূর্ণ ভুয়ো এবং এটি কোন আধুনিক প্রযুক্তির দ্বারা তৈরি করা ভুয়ো মেসেজ।

সেদিনের পর থেকে প্রায় ১০ দিন ওই প্রতারিত তরুণী সঙ্গে দোকান মালিক গৌতম বাবু ফোনের মাধ্যমে যোগাযোগ করলে ওই তরুণী জানান, ‘কাকু আমি আপনার টাকাটা পাঠিয়ে দেব কোন একটি গন্ডগোল হয়েছে আমি ব্যাংকে গিয়েছিলাম ব্যাংক থেকে ওই টাকাটি আমার একাউন্টে রিটার্ন আসলেই আমি আপনাকে পুরো টাকাটাই পাঠিয়ে দেবো।’ তবে তারপর থেকেই ওই তরুণীর ফোন সুইচড অফ হয়ে যায়। তবে ওই তরুণী হোয়াটস অ্যাপ ও ভয়েস মেসেজে এর মাধ্যমে স্বর্ণ ব্যবসায়ী গৌতম বাবুর সাথে যোগাযোগ রাখলেও ওই ৪০ হাজার টাকা পেমেন্ট করেনি, বাধ্য হয়ে স্বর্ণ ব্যবসায়ী গৌতম বাবু গেল ৩১ শে জানুয়ারি মধ্যমগ্রাম থানায় ওই তরুণীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন, ঘটনা তদন্তে মধ্যমগ্রাম থানার পুলিশ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube