
ক্যানিং: অবৈধ ভাবে ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিল পাঁচ বাংলাদেশী নাগরিক । তাদেরকে গ্রেফতার করল বণ দফতর । পরে তাদেরকে সুন্দরবন কোস্টাল পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।
শুক্রবার রাতে বঙ্গোপসাগরের উপকূল এলাকায় সুন্দরবনের বাঘমারা জঙ্গল থেকে গ্রেফতার করা হয় এদেরকে । ধৃতদের কাছ থেকে চল্লিশ কেজি মধু উদ্ধার করেছে বন দফতর ।
পুলিশ সুত্রে জানা গেছে বাংলাদেশের ধৃতরা সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা । ধৃতদের নাম অলিউর রহমান, মহম্মদ আসাদুল, মহম্মদ মফিজুল রহমান, সইদুল্লা শেখ এবং আলম গাজী । ভারতীয় ভূখণ্ডের সুন্দরবনের জঙ্গল থেকে মধু সংগ্রহ করতে এরা ভারতে ঢুকে পড়েছিলেন ।
টহলদারি করার সময় বণ দফতরের কর্মীদের নজরে পড়ে যাওয়ায় আটক করা হয় এদের । তবে সঠিক কি কারণে এরা ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিল সে বিষয়ে তদন্ত শুরু করছে পুলিশ ও বন দফতর । ধৃতদের রবিবার আলিপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সুত্রে খবর ।
- কলকাতা বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের বিমানে বোমাতঙ্ক! - June 6, 2023
- দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিংহ - June 6, 2023
- ত্রিকোণ প্রেমের জেরে খুন ! - June 6, 2023