
ফের বেআইনি বাজি কারখানায় আগুন লেগে মৃত্যু হলো এক ব্যক্তির । ঘটনাটি ঘটেছে আজ দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নং ব্লকের আর বি সি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুরন্দা গ্রামে ।
স্থানীয় সূত্রে জানা গেছে বহুদিন ধরে এই এলাকায় একটি অবৈধ বাজি খারাখানা চালাচ্ছিল দুর্গাপদ জানা ও তার বাবা নারায়ণ চন্দ্র জানা । আজ দুপুরে নারায়ণচন্দ্র জানা আতশবাজি তৈরি করার সময় হঠাৎই আসাবধানতা বশত আগুন লেগে যায় ।
ছেলে দুর্গাপদ জানা, স্ত্রী গৌরী জানার গায়ে আগুন লেগে যায় । পুড়ে যায় দেহের একাংশ । এলাকার বাসিন্দারা দেখতে পেয়ে দ্রুত দমকলে ফোন করেন । ঘটনাস্থলে ২ টি দমকল ইঞ্জিন এসে আগুন নেভায় ।
গুরুতর আহত অবস্থায় দুর্গাপদ ও গৌরীকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবুরা দুর্গাপদকে মৃত বলে ঘোষণা করেন । গৌরী জানা এখনও গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে । এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ।
- কলকাতা বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের বিমানে বোমাতঙ্ক! - June 6, 2023
- দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিংহ - June 6, 2023
- ত্রিকোণ প্রেমের জেরে খুন ! - June 6, 2023