‘অবিকল অনুব্রত!’ কেষ্টর সঙ্গে স্বামীর তুলনা! রেগে আগুন স্ত্রী
2 weeks ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক :
গরু পাচার মামলায় বর্তমানে দিল্লিতে অনুব্রত মণ্ডল। তিনি বরাবরই সামাজিক মাধ্যমে চর্চিত। একসময় ভাইরাল ছিলেন তাঁর নানা বক্তব্যের জে্রে। অনুব্রত মণ্ডলের মিমে ছয়লাপ হত সামাজিক মাধ্যম।আর বর্তমানে দুর্নীতি চর্চাতেও হট টপিক কেষ্ট।কিন্তু এর মধ্যে মিমের বাজারে এসেছে কেষ্টর মতো দেখতে এক মাছ ব্যবসায়ী।
সম্প্রতি দুর্নীতির
বাজারে সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে এক ব্যক্তি মাছ বিক্রি
করছেন। নেটিজেনদের চোখ আটকে যাচ্ছে সেইখানেই। মুখের আদল একেবারে অনুব্রতর মতো। রাজনীতিতে
আসার আগে সেও তো মাছ ব্যবসায়ী ছিল। তবে ‘এ কী কেষ্ট!’ দুয়ে দুয়ে চার হওয়ায় হিসেব মিলে
যায় সহজেই।কিন্তু এইখানেই ভ্রান্তি নেটিজেনদের।
ছবিতে আসলে যাকে
দেখা যাচ্ছে সে অনুব্রত নয়! শেওড়াফুলি বাজারের মাছ বিক্রেতা সুকুমার হালদার। সেখানেই
নিমাইতীর্থ ঘাট এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন।ডান পায়ের সমস্যায় বাড়ি ঘর সব বেঁচে সংগ্রামের
জীবন চালাচ্ছেন। আঁশ বটির সামনে বসে মাছ বিক্রি করার সময় ছবি তুলে কেউ সামাজিক মাধ্যমে
তুলে দিয়েছে। ব্যাস, রাতারাতি ভাইরাল শেওরাফুলির অনুব্রত।
স্বামীর এই ছবি
ভাইরাল হওয়া ভালো চোখে দেখছে না সুকুমার হালদারের স্ত্রী।দুর্নীতিতে জড়িত অনুব্রত মণ্ডলের
সঙ্গে স্বামীর তুলনায় রেগে আগুন তিনি।বলেই ফেললেন, ‘গরু পাচারকারী, শয়তান অপরাধীর সঙ্গে
আমার স্বামীর তুলনা!’ যে এই ছবি ভাইরাল করেছেন, তারও নিন্দা করছেন সুকুমারের স্ত্রী
শুক্লা হালদার।