
নিউজটাইম ওয়েবডেস্ক : একসময় বল পায়ে বিশ্ব শাসন করতেন। কিন্তু একসময় যে পায়ে বিশ্বজয় করেছিলেন, সেই পায়ে আর ভর দিয়ে দাঁড়াতে পারেন না পেলে। নিজের শরীরের কথা ভেবে মানসিকভাবেও ভেঙে পড়েছেন ফুটবল জগতের সম্রাট। কিংবদন্তির এই অবস্থার কথা জানিয়েছেন তাঁর পুত্র এডিনহো। এক সাক্ষাৎকারে পিতার চরম দুরবস্থার কথা প্রকাশ করেছেন তিনি।
চলতি বছরের অক্টোবরেই ৮০-তে পা দেবেন ফুটবলের চিরকালের বাদশা। গত কয়েকবছর ধরেই কোমরের সমস্যায় ভুগছিলেন তিনি। মাঝে একবার কোমরে অস্ত্রোপচারও করা হয়। তবে নিজের পায়ে ভর দিয়ে স্বাভাবিকভাবে দাঁড়ানোর ক্ষমতা হারিয়েছেন তিনি। তাই সাম্প্রতিককালে যতবার জনসমক্ষে হাজির হয়েছেন, তাঁকে দেখা গিয়েছে হুইলচেয়ারে করে আসতে। ফুটবল জগতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানা হয় পেলেকে। কেরিয়ারে তিনবার বিশ্বকাপ ট্রফি জিতেছেন। অধিকাংশ সময়ই খেলেছেন ব্রাজিলের স্যান্টোস ক্লাবে। কেরিয়ারের অন্তিম লগ্নে পাড়ি দিয়েছিলেন নিউ ইয়র্কের কসমস ক্লাবে। চলতি বছরের গ্রীষ্মেই তিনবার বিশ্বজয়ের পঞ্চাশ বছরের পূর্তি পালন করার কথা কিংবদন্তির। ১৯৭০ সালে মেক্সিকোয় শেষবার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। বলা হয়, সত্তরের দশকের সেই ব্রাজিল দলই সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবল দল।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022