অবসরে শারাপোভা, বিদায় গ্ল্যামারকুইন টেনিস খেলোয়াড়

নিউজটাইম ওয়েবডেস্ক : টেনিস কোর্ট থেকে অবসর নিলেন পাঁচটি গ্র্যান্ডস্লামের মালিক গ্ল্যামারকুইন মারিয়া শারাপোভা। বুধবার নিজেই এই ঘোষণা করেছেন এই সংবাদ। বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০ টেনিস থেকে বিদায় নিলেন টেনিস সুন্দরী, ৩২ বছরের শারাপোভা।

শারাপোভা লিখেছেন, ‘আমার গোটা যাত্রাপথে পেরোতে হয়েছে অসংখ্য উপত্যকা, নিতে হয়েছে বহু ঘুরপথ, কিন্তু শিখর থেকে যে দৃশ্য উপভোগ করেছি, তা অভূতপূর্ব। আঠাশ বছর ও ৫টি গ্র্যান্ডস্ল্যামের পরে, যদিও ভিন্ন ভূস্তর পেরিয়ে অন্য এক পাহাড়ে উঠতে এখন প্রস্তুত হচ্ছি… বুঝতে পেরেছি যে, টেনিসই আমাকে বিশ্বদর্শন করিয়েছে। আমি যে কী দিয়ে তৈরি, তা বুঝিয়েছে টেনিসই। এ হল নিজেকে পরীক্ষা করার এবং নিজের বেড়ে ওঠা মেপে চলার এক অভিযান। তাই পরবর্তী অধ্যায়ে যা-ই করতে যাই না কেন, অর্থাৎ আমার নতুন পাহাড়ে উঠতে গিয়েও নিজেকে টেলে নিয়ে চলব। আমি তখনও পাহাড়ে উঠব, তখনও বাড়তে থাকব।’

২০০৪ সালে উিম্বলডন জিতে প্রথম প্রচারের আলোয় প্রবেশ করেন মারিয়া শারাপোভা। তাঁর অর্জন করা ৫টি গ্র্যান্ডস্ল্যাম খেতাবের মধ্যে রয়েছে দু’ বার ফ্রেঞ্চ ওপেন জয়।

সম্প্রতি ফর্ম হারিয়ে একাধিক চ্যালেঞ্জ থেকে হেরে যাচ্ছিলেন শারাপোভা। তবে সর্বদা যোদ্ধা মারিয়া বেশ কিছুটা সময় নিয়েই শেষ পর্যন্ত অবসর ঘোষণা করেই ফেললেন।

তাঁর শেষ ম্যাচ গত জানুয়ারি মাসে অস্ট্রেলীয় ওপেনে। প্রতিযোগিতার প্রথম রাউন্ডের সেই ম্যাচে ডনা ভেকিচের কাছে পরাজিত হয়ে কোর্ট ছাড়েন শারাপোভা। এবার পেশাদার টেনিস সার্কিট থেকে তিনি চিরবিদায় নিলেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube