
আগামিকাল অর্থাৎ ৭ই ফেব্রুয়ারি গাঁটছড়া বেঁধেছেন সিদ্ধার্থ-কিয়ারা । বহু প্রতিক্ষিত এই বিয়ের ছবি দেখার অপেক্ষায় মুখিয়ে ছিলেন ভক্ত মহল । সারাদিন শেষে নিজেদের ইনস্টাগ্রাম পেজে বিয়ের ছবি ভাগ করে নেয় সিড-কিয়ারা । কিয়ারা ক্যাপশানে লেখেন ‘এখন আমার পারমানেন্ট বুকিং হয়ে গেল’। আর তারপরেই শুভেচ্ছাবার্তায় ভেসেছেন নবদম্পতি ।
কড়া নিরাপত্তা থাকলেও বিয়ে সম্পন্ন হওয়ার আগে থকেই বিয়ের মণ্ডপের ছবি দেখা গিয়েছিল সামাজিক মাধ্যমে । রাজকীয়ভাবে বিবাহ সম্পন্ন হয়েছে এই তারকা দম্পতির । বিয়ের ছবিতে কিয়ারা-সিদ্ধার্থকে দেখা গেছে রুপালি রঙের পোশাকে । রুপালি রঙের লেহেঙ্গা আর হালকা গোলাপি রঙের ওড়নায় হিরে-পান্নার জড়োয়ার গয়নায় বিয়ের দিনে সেজে উঠেছিলেন কিয়ারা । সিদ্ধার্থর পরনে ছিল রুপালি রঙের সুক্ষ কাজ করা শেরওয়ানি মাথায় ছিল সোনালি রঙের পাগড়ি ।
মি. অ্যান্ড মিসেস মালহোত্রার নতুন জীবনের জন্য শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন সেলেব থেকে ভক্তমহল ।
- ‘সাহায্য তো দূরের কথা, কোনও অনৈতিক কাজ করতে পারব না’ বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায় - March 23, 2023
- বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে ধর্ষণ, অভিযোগ জওয়ানের বিরুদ্ধে - March 23, 2023
- পথ দুর্ঘটনায় মৃত্যু উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর - March 23, 2023