
।। স্বর্ণালী মান্না ।।
ইরানের বহু প্রশংসিত চিত্র পরিচালক জাফর পনাহি ১৪ বছর পর দেশের বাইরে পা রাখলেন ।তাঁর ছবি চির-বিতর্কিত । তাঁর ছবিতে পাওয়া যায় সরকার বিরোধী বার্তাও । ঠিক এই কারণেই তাঁর ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে ইরানের সরকার । নিজের দেশেই প্রায় ১৪ বছর বন্দি হয়েছিলেন জাফর পনাহি ।
মঙ্গলবার তাঁর স্ত্রী তাহেরা সায়িদি সমাজমাধ্যমে একটি ছবি দেন ।তাতে দেখা যাচ্ছে পাশে একটি সুটকেস নিয়ে দম্পতি এক বিমানবন্দরে দাঁড়িয়ে আছেন । এই ছবি দেখেই অনুমান করা হচ্ছে হয়ত এত দিনে ইরানের বাইরে বেরনোর অনুমতি পেয়েছেন পরিচালক ।তবে ওই ছবি দেখে অনেকেরই অনুমান পরিচালক সম্ভবত ফ্রান্সে গেছেন ।
৬২ বছরের এই পরিচালক “দ্য হোয়াইট বেলুন”, “দ্য সার্কেল”, “ট্যাক্সি তেহরান”-এর মতো ছবির জন্য প্রশংসিত, পেয়েছেন অসংখ্য সম্মানও ।২০১৩ সালে বার্লিন চলচ্চিত্র উৎসবে সিলভার বেয়ার সম্মান পান । ২০১৫ সালে “ট্যাক্সি তেহরান”-এর জন্যও পান সর্বোচ্চ সম্মানটি ।
- পার্থর চিকিৎসায় গাফিলতি? - May 30, 2023
- আরও তীব্রতর হল কুস্তিগীরদের আন্দোলন - May 30, 2023
- কর্মবিরতির জেরে দূষিত চর্মনগরীর জলাশয় - May 30, 2023