অবশেষে পাহাড়ে হোটেল, রেস্তোরাঁ খোলার অনুমতি দিল রাজ্য, খুশি দার্জিলিং, কার্শিয়াং

নিউজটাইম ওয়েবডেস্ক : ভ্রমণপিপাসু এবং পর্যটন ব্যবসায়ীদের জন্য শনিবার সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার। অবশেষে পাহাড়ে হোটেল এবং রেস্তোরাঁ খোলার অনুমতি মিলল। তবে যে সব এলাকা কন্টেনমেন্ট জোনের আওতাভুক্ত বা করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে সে সব এলাকায় কোনও হোটেল বা রেস্তোরাঁ আপাতত খোলা যাবে না বলে জানানো হয়েছে।

দার্জিলিং হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতিকে এ সংক্রান্ত একটি নির্দেশিকা পাঠিয়েছেন দার্জিলিংয়ের জেলাশাসক এস পুলমবালন। তাতে জানানো হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রেখে এবং নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে দার্জিলিং, মিরিক, কার্শিয়াংয়ের হোটেল, রেস্তোরাঁগুলি খোলা যাবে। তবে কন্টেনমেন্ট জোনের মধ্যে থাকা হোটেল, রেস্তোরাঁগুলি আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে।

এই নির্দেশিকার কপি পাঠানো হয়েছে জিটিএ চেয়ারম্যান অনীত থাপা, জিটিএ–র প্রধান সচিব, দার্জিলিংয়ের পুলিশ সুপারকে। একইসঙ্গে একই নির্দেশিকা দেওয়া হয়েছে সদর, কার্শিয়াং ও মিরিকের মহকুমা দফতরে।

উল্লেখ্য, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই পর্যটকদের জন্য পাহাড় খোলা হবে বলে সোনা গিয়েছিল। এ নিয়ে পরপর দু’‌দফায় দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং–এর হোটেল, হোমস্টে মালিক ও পরিবহণ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকও করে‌ন জিটিএ আধিকারিকরা। অবেশেষে পাহাড়ের রাস্তা খুলে গেল সকলের জন্য।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube