
নিউজটাইম ওয়েবডেস্ক : অবশেষে সাফল্য পেল উত্তরপ্রদেশ পুলিশ। কানপুরে ৮ পুলিশ কর্মীর খুনের এক সপ্তাহের মধ্যে বিকাশ দুবে-কে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এই ঘটনার সত্যতা উল্লেখ করে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানান উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে বিকাশকে আটক করে পুলিশ।
এদিন সকালেই উত্তর প্রদেশের দুই এলাকায় বিকাশ দুবের গ্যাংয়ের দুই সহকারীর সঙ্গে গুলির লড়াই চলে উত্তরপ্রদেশ পুলিশের। সেই ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনেরই। বিকাশের সহকারী রণবীর ওরফে বাউবা দুবেকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। ইটওয়া জেলায় পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় তাঁর। পুলিশের কাছ থেকে পিস্তল ছিনিয়ে নেওয়ার পর পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে কানপুরে ইউপি’র স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) প্রভাত মিশ্র ওরফে কার্তিককে গুলি করতে বাধ্য হয়েছে বলে খবর। গুলির লড়াইয়ে আহত হয়েছেন দুই কনস্টেবল।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022