
নিউজটাইম ওয়েবডেস্ক : এটিকে এবং মোহনবাগানের বহু প্রতিক্ষিত বৈঠক আজ সম্পন্ন হল, জানানো হল তাঁদের চুক্তিবদ্ধ হওয়ার কথা। মোহনবাগান সমর্থকরা এই ঐতিহ্য এবং আধুনিকতার মিশেলকে বেশ উচ্ছসিত ভাবেই গ্রহণ করেছে। এটিকের কাছে আছে ৮০ শতাংশ শেয়ার এবং মোহনবাগানের কাছে আছে ২০ শতাংশ শেয়ার।
প্রসঙ্গত, এই মার্জারের প্রথম থেকেই মোহলবাগানের জার্সি এবং লোগো নিয়ে আশঙ্কিত ছিল সমর্থকরা। সেই সমস্ত আশঙ্কার নিস্পত্তি করে আজ মোহনবাগানের তরফ থেকে জানানো হয় মোহনবাগানের জার্সি এবং লোগো দুটিই অপরিবর্তিত থাকবে। তবে পরিবর্তন হবে অ্যাওয়ে জার্সিতে, কী পরিবর্তন হবে তা এখনও জানা যায়নি। এই সিদ্ধান্তের ফলে ভারতীয় ফুটবলের সার্বিক উয্যতি হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022