“অপারেশন নমস্তে” করোনার বিরুদ্ধে হল্লা বলল ভারতীয় সেনা

নিউজটাইম ওয়েবডেস্ক : ‌যাঁরা বরাবর দেশকে সমস্ত রকম বিপদ থেকে আগলে রাখে, ‌যাঁরা ‌যে কোনো রকম বহিরাগত শত্রু শক্তিকে আমাদের দেশের দশের ক্ষতি করার থেকে রুখে দেয় – তাঁরাই এবার ‌যুদ্ধে নামলো এক আনুবিক্ষণিক শত্রুর সাথে। এবার করোনা মোকাবিলায় নি‌যুক্ত ভারতীয় সেনা। অন্যবারের থেকে এইবারের একমাত্র পার্থক্য হল এই শত্রুকে খালি চোখে দেখা ‌যায়না। ভারতীয় সেনার এই ‌অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন নমস্তে।

এখনও প‌র্যন্ত সারা দেশে ৮ টি কোয়ারান্টাইন সেন্টার বানিয়েছে ভারতীয় সেনা। ‌যুদ্ধ কলীন তৎপরতায় কাজ করে চলেছে তাঁরা। ভারতের উত্তরভাগে ‌যে সমস্ত এলাকা দূর্গম, ‌সেখানে নি‌ত্য প্র‌য়োজনীয় জিনিস, এমনকি পৌঁছে দিচ্ছেন ওষুধ পত্রও।

 সাধারণ মানুষের সাহা‌য্যার্থে নিরন্তর কাজ করে চলেছেন এঁরা। দেশের এমন পরিস্থিতিতে সরকারকে সমস্ত রকম ভাবে সাহা‌য্য করা ভারতীয় সেনার কর্তব্য, বলে জানান ভারতীয় সেনা প্রধান এম এম নারভানে।

নিত্যপ্রয়োজনায় জিনিস ছাড়াও, লেহ শহরের মত দুর্গম এলাকা থেকে করোনা সন্দেহে আইসোলেশনে থাকা রোগীদের দেহরসের নমুনাও পরীক্ষার জন্য পাঞ্জাবের চন্ডীগড়ে পৌঁছে দিচ্ছেন তাঁরা।  ‌যুদ্ধজাহাজ আইএনএস বিশ্বকর্মায় একটি কোয়ারান্টাইন সেন্টার তৈরি করেছে ভারতীয় নৌসেনা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube