অনড় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, শুরু নিয়োগ প্রক্রিয়া

।। দেবাশিস মৌলিক ।।

হাজারো বিতর্কের মাঝেও নিজেদের অবস্থানে অনড় বাঁকুড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । পূর্ব নির্দ্ধারিত সূচী মেনে মঙ্গলবার পদার্থ বিদ্যা বিভাগের ‘অতিথি অধ্যাপক’ নিয়োগের প্রক্রিয়া শুরু হলো । এদিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের পুরন্দরপুরের মূল ক্যাম্পাসে আসতে শুরু করেছেন কর্মপ্রার্থীরাও ।

প্রসঙ্গত, গত ২৪ মার্চ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের তরফে নিয়োগ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি হয় । ঐ বিজ্ঞপ্তিতে পদার্থবিদ্যার অতিথি অধ্যাপক নিয়োগের জন্য ন্যুনতম যোগ্যতা মাষ্টার ডিগ্রী, পি.এইচ.ডি অথবা নেট উত্তীর্ণ থাকা আবশ্যিক ঘোষণার পাশাপাশি প্রতি ক্লাস পিছু ৩০০ টাকা দেওয়ার কথাও জানানো হয় । বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরিত সেই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক । বিরোধী রাজনৈতিক দল গুলির তরফেও এবিষয়ে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয় । ইউ.জি.সি-র গাইড লাইন মানা হচ্ছেনা অভিযোগ তুলে বেতন বৈষম্য নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ‘সিভিক অধ্যাপক’ নিয়োগের চেষ্টা হচ্ছে বলেও কেউ কেউ দাবি করেন । 

আর এ বিষয়ে বিতর্কের শুরুর দিন থেকে ‘স্পিকটি নট’ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এদিনও তার অন্যথা হল না । এর মধ্যেই নির্দিষ্ট সূচী মেনে শুরু হলো নিয়োগ প্রক্রিয়া । ‘চাকরীর আকালে’র দিনে ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ নিতে হাজির হলেন সংশ্লিষ্ট বিষয়ের মাষ্টার ডিগ্রী, পি.এইচ.ডি অথবা নেট উত্তীর্ণরাও । তবে ঠিক কতো জন চাকরী প্রার্থী এদিন ‘ইন্টারভিউ’তে অংশ নিয়েছেন তা জানা যায়নি । এ বিষয়ে সাংবাদিকদের ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ উপস্থিত চাকরী প্রার্থীরাও ।

আর এতো সবের মাঝেই এদিন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ‘সিভিক অধ্যাপক’ নিয়োগের বিরোধীতা করে বিক্ষোভ দেখালো এ.বি.ভি.পি । অবিলম্বে এই বিশ্ববিদ্যালয়ে ‘অচলাবস্থা দূর’, ‘সিভিক অধ্যাপক দিয়ে শিক্ষা দান মানছি না’ ও রাজ্যের ‘শিক্ষামন্ত্রীকে ধিক্কার’ জানিয়ে লেখা পোষ্টার, ফেস্টুন নিয়ে বিক্ষোভ দেখান । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাঁকুড়া সদর থানার পুলিশ । তবে কোনও উত্তেজনাকর পরিস্থিতি তৈরী হয় নি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube