
নিউজটাইম ওয়েবডেস্ক : আন্তর্জাতিক মহিলা দিবসকে কেন্দ্র করে,তার প্রচারের অংশ হিসাবে, ১ থেকে ১০ মার্চের মধ্যে ভারতীয় রেলওয়ে চালু করেছে মহিলা-চালিত যাত্রীবাহী ট্রেন,যা শুক্রবার সেকান্দ্রাবাদ ও বিকারাবাদের মধ্যে যাত্রা শুরু করল।
ট্রেনটি সেকান্দ্রাবাদ রেলওয়ে স্টেশনে মহিলা কর্মীদের দ্বারা পতাকা প্রদর্শন করে। এবং এতে লোকো পাইলট, সহকারী লোকো পাইলট, ট্রেন গার্ড, টিটিই এবং আরপিএফ কর্মী হিসাবে ছিলেন মহিলা সদস্যরা। ‘সকলের জন্য সমান’ এই ছিল মূল প্রতিপাদ্য বিষয়। ট্রেনটিতে -২ কিলোমিটার দীর্ঘ যাত্রার জন্য ৪০০ মিনিট সময় লাগে। দক্ষিণ কেন্দ্রীয় রেলপথ এক বিবৃতিতে বলেছে যে নারীদের মনোবল ও আত্মবিশ্বাস বিকাশের পাশাপাশি রেলপথে নারী কর্মীদের শক্তিশালীকরণের জন্য বেশ কয়েকটি উদ্যোগ নিয়ে এই কাজ করা হয়েছে।বিবৃতিতে ট্রেনের লোকো-পাইলট সারিতা আর মেশরাম এই উদ্যোগের জন্য আনন্দ প্রকাশ করেছেন এবং বলেছেন যে তারা সর্বদা নারীকল্যাণের প্রতি যত্নশীল হয়েছেন। অন্যান্য ক্রু সদস্যরা হলেন মমতা কুমারী, সহকারী লোকো-পাইলট; কুমারী বিণেশ পি, প্রহরী; কারিশমা, টিটিই; মঙ্গা, টিটিই; পাভানা, টিটিই; নাসিমা বেগম, আরপিএফ, এম নিরোশা, আরপিএফ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022