
বাঙালীর বারো মাসে তেরো পার্বণের অন্যতম হল বাংলা বছরের নববর্ষ । চৈত্র সংক্রান্তির রাত বারোটা পেরোতেই সকলে ব্যস্ত হয়ে পড়েন নববর্ষের শুভেচ্ছা বিনিময়ে । নববর্ষ মানেই ইষ্টদেবতার পুজো, নতুন বস্ত্র পরিধান, ভালো কিছু খাওয়াদাওয়া এবং সন্ধ্যায় হালখাতা করা । এসবের মধ্য দিয়েই নববর্ষ পালন পরবে মেতে থাকেন বাঙালী ।
এসবের বাইরে সম্পূর্ণ অন্য দৃশ্য ধরা পড়লো সংস্কৃতির শহর বালুরঘাটে । দক্ষিণ দিনাজপুরের এই শহরে আজ অন্যরকম ভাবে পালিত হলো দিনটি । নববর্ষের শুভকামনা ও আনন্দ অসহায় শিশু কিশোর এবং বড়দের মধ্যে ভাগ করে নিলেন সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের সদস্যরা । ক্রিকেট দুনিয়ার দাদা সৌরভ গাঙ্গুলির মতাদর্শে গঠিত এই ফাউন্ডেশনে প্রাক্তন ও বর্তমান খেলোয়াড় থেকে শুরু করে আইনজীবী, সমাজসেবী ও ব্যবসায়ীরা রয়েছেন।
এদিন তাঁরা সকলের মধ্যে আনন্দ ভাগ করে নিতে পালন করলেন নববর্ষ । জেলার বিভিন্ন এলাকা থেকে বিশেষ চাহিদা সম্পন্ন অসহায় শিশু কিশোর যুবকদের নিয়ে এসে তাঁদের সাথে দিনটি পালন করলেন । বালুরঘাটের সেরেনা প্রাঙ্গনে তাঁদের পেটপুড়ে খাইয়ে প্রত্যেকের হাতে নববর্ষের নতুন বস্ত্র উপহার দিলেন । অন্যরকম ভাবে দিনটি পালন করতে পেরে যারপরনাই খুশি অসহায় শিশু, কিশোররা ।
- কলকাতা বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের বিমানে বোমাতঙ্ক! - June 6, 2023
- দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিংহ - June 6, 2023
- ত্রিকোণ প্রেমের জেরে খুন ! - June 6, 2023