
নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনের মধ্য়েই অন্তঃসত্ত্বা বান্ধবি নাতাশাকে স্ত্রীর মর্যাদা দিতে সাত পাকে বাঁধা পড়লেন হার্দিক পান্ডিয়া। ইতিমধ্য়েই সার্বিয়ান মডেল নাতাশা স্ট্যানকোভিকে বিয়ে করার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর জল্পনা। তারই মধ্যে ক্রিড়া মহল সহ বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে শুভেচ্ছাবার্তা। হার্দিক নিজেই এদিন বিয়ের খবরের পাশাপাশি তাঁদের সংসারে নতুন অতিথি আসার কথাও শিকার করেছেন।
নাতাশা স্ট্য়ানকোভিকের অন্তঃসত্ত্বা হওয়ার পাশাপাশি তাঁর সাথে হার্দিক পান্ডিয়ার বিয়ের খবর জানার পরেই সোশ্যাল হ্যান্ডেলে এদিন শুভেচ্ছা জানালেন সার্বিয়ান মডেলের প্রাক্তন বন্ধু আলি গোনি। হার্দিক-নাতাশার ছবি দেখে এদিন ভালোবাসা প্রকাশের সাথে সাথে নতুন জীবনের জন্য শুভেচ্ছাবার্তে দেন আলি। প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে নাতাশার সঙ্গে আলি গোনির সম্পর্ক শুরু হয়। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই নাতাশার সাথে বিচ্ছেদের কথা সোশ্যাল মিডিয়ায় জানান আলি। দুজনের সংস্কৃতির মধ্য়ে একটা বড়সড় ফারাক থাকায় তাঁরা দুজনে আলোচনা করেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বলে দাবি করেন আলি। তারপর অবশেষে ২০২০ সালে হার্দিকের সাথে গাঁটছড়া বাঁধলেন নাতাশা। তারপরেই এদিন হার্দিককে সাথে বাগদানের পর নাতাশাকে শুভেচ্ছা জানান আলি গোনি। ইতিমধ্যয়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হার্দিক-নাতাশার বিয়ের ছবি।Latest posts by news_time (see all)
- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শ্রমিক - June 8, 2023
- আদিবাসীদের ১২ ঘণ্টার বাংলা বনধের প্রভাব দেখা গেল দুই বর্ধমানে - June 8, 2023
- দিনে দুপুরে ছিনতাই, গুরুতর আহত ১ - June 8, 2023