
নিউজটাইম ওয়েবডেস্ক : ভারত ও চিনের মধ্যে আপাতত শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে, শনিবার সকালে এভাবেই দেশবাসীকে আশ্বস্ত করলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে। তিনি বলেন, “চিনের সঙ্গে আমাদের সীমান্তের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, দুই দেশেরই সিনিয়র মিলিটারি কমান্ডারদের মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে। তার ফলে যে যে বিষয়ে মতবিরোধ ছিল তা আপাতত সমঝোতা করে একটা ফয়সালায় আসা গেছে। আমি সবাইকে এই কথা বলে আশ্বস্ত করতে চাই যে চিনের সঙ্গে আমাদের সীমান্তের সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
“ইদানিং বেশ কয়েকটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং আমরা আশাবাদী যে আমাদের এই চলতি সংলাপের মধ্যে দিয়ে আমরা (ভারত এবং চিন) যে সমস্যাগুলো হয়েছে তা ঠিক হয়ে যাবে”, জেনারেল এম এম নারাভানে। শুক্রবার উভয় দেশের মধ্যে মেজর জেনারেল পর্যায়ে আরও আলোচনা হয়েছে। মে মাসের গোড়ার দিকে লাদাখের প্যানগং লেক অঞ্চলে চিনা হেলিকপ্টার ওড়ার ঘটনায় উত্তেজনা ছড়ায়। তারপরেই সমাধান খুঁজতে বৈঠকে বসে দুই দেশ। এই সপ্তাহের শুরুর দিকে সরকারি সূত্র থেকে জানা গেছে যে, পূর্ব ও লাদাখের কিছু অংশে ভারত ও চিনা সেনারা পারস্পরিক নিস্পত্তির পথে হেঁটেছে। সূত্র জানায়, একটি “উল্লেখযোগ্য” সমাধানের লক্ষ্যে চিনা সেনা ৩ কিলোমিটার পিছু হেঁটেছে। প্রত্যুত্তরে ভারতের তরফ থেকে কিছু সেনাকে ফেরানো হয়েছে। সোমবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন যে, চিনের সঙ্গে কয়েক দশক পুরনো সীমান্ত সমস্যাটি “যত তাড়াতাড়ি সম্ভব” সমাধান চায় ভারত। উত্তেজনা প্রশমিত করার লক্ষ্যে ভারত-চিনের যে বৈঠক হয় তাঁর একদিন পরেই ভারতীয় বিদেশমন্ত্রক জানায় যে, বৈঠকটি “সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক পরিবেশে” হয়েছে এবং উভয় পক্ষই একমত হয়েছে যে “প্রাথমিক সমাধান” করার লক্ষ্যে দুই দেশই আরও চেষ্টা করবে। চিনের বিদেশমন্ত্রকও এক বিবৃতিতে জানায়, দু’দেশই প্রকৃত নিয়ন্ত্রণ (এলএসি) রেখা ধরে শান্তি বজায় রাখার লক্ষ্যে আলোচনা করেছে এবং সমস্যা সমাধানের লক্ষ্যে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022