অনুষ্ঠান চলাকালীন মঞ্চেই অসুস্থ জুবন গর্গ, হাসপাতালে চলছে চিকিৎসা

নিউজটাইম ওয়েবডেস্ক : অনুষ্ঠান চলাকালীন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন গায়ক জুবিন গর্গ। এদিন গুয়াহাটির টাউন ক্লাবে  আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। অনুষ্ঠানে গান গাইতে উঠেই  হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে ‌যাওয়া হয়।

জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় সংগীতকার অনুরাগ শাইকিয়ার ‘প্রজেক্ট বরগীত’-এ বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রন জানানো হয় জুবিন গর্গকে। সেই মতে অনুষ্ঠানে উপস্থিতও থেকত্ দেখা ‌যায় জুবিনকে। মঞ্চে উঠে তিনি ‌গান গাইতে শুরু করার পর প্রথম দিকে সবকিছু ঠিক থাকলেও পরে আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন। সেথে সেথেই তাঁকে সেখান থেকে নিকটবর্তী নেমকেয়ার হাসপাতালে নিয়ে ‌‌যান অনুষ্ঠানের উদ্যোক্তারা।

ইতিমধ্যেই ১২ জন সদস্যের এক মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে নেমকেয়ার হাসপাতালে। তবে আপাতত গায়কের অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। শুক্রবার রাতে তাঁকে আইসিইউতে রাখা হলেও শনিবার সকালে তাঁর অবস্থার উন্নতি হওয়ায় জেনারেল বেডে দেওয়া হয়।

জনপ্রিয় গায়ক জুবিন গর্গের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই শুক্রবার রাতে হাসপাতালের সামনে ভিড় জমান অনুরাগিরা।তবে এখন তিনি বেশ খানিকটাই সুস্থ বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে চিকিৎসকদের কথায় এখন থেকে বেশ কিছুদিন তাঁকে বিশ্রামে থাকতে হবে। এমনকি গায়কের জন্য ‌যথা‌যথ ডায়েটও দিয়েছেন চিকিৎসকেরা। ‌

স্বামীর এই অসুস্থতা প্রসঙ্গে স্ত্রী গরিমা গর্গ বলেন, “আশা করি, আপনাদের আশীর্বাদে জুবিন খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। আর সুস্থ হলেই আবারও তিনি ভক্তদের সামনে সমহিমায় হাজির হবেন।”  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube