অনুষ্টুপের শতরানে লড়াইয়ে বাংলা

নিউজটাইম ওয়েবডেস্ক : ইডেন গার্ডেন্সে কর্ণাটকের বিরুদ্ধে রঞ্জি সেমিফাইনালে বাংলাকে লড়াইয়ে রাখল অনুষ্টুপ মজুদারের দুরন্ত শতরান।শনিবার টস হেরে শুরুতে ব্যাটিং করে সবুজ উইকেটে ব্যাটিং বিপ‌র্যয়ের মুখে পড়ে বাংলা। অভিমন্যু,সুদীপ, মনোজরা রান পাননি।একটা সময়ে ৬৭ রানে ৬উইকেট পড়ে গেছিল বাংলার।তারপর ১৩৯ রানে ৭ উইকেট হারিয়ে চাপ বাড়ে বঙ্গ ব্রিগেডের উপর ।কিন্তু অনুষ্টুপ মজুজদারের লড়াকু ইনিংসে বাংলা ম্যাচে ফেরে। কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনালেও দুরন্ত শতরান করলেন বাংলার অভিজ্ঞ এই ব্যাটম্যান। বোলার আকাশদীপকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেট জুটিতে ১০৩ রান ‌যোগ করেন অনুষ্টুপ। প্রথম দিনের শেষে বাংলার রান ৯ উইকেটে ২৭৫। অনুষ্টুপ অপরাজিত ১২০ রানে। কণার্টকের পক্ষে পেসার অভিমন্যু মিঠুন ৩ উইকেট নেন।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube