
নিউজটাইম ওয়েবডেস্ক : বিরাট-অনুষ্কার পরিবারে খুব শীঘ্রই আসতে চলেছে খুদে সদস্য। সপ্তাহখানেক আগে তারকাজুটি সুখবরটি সোশাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগও করে নিয়েছিলেন। এবার অভিনেত্রী অনুষ্কা শর্মা ফের নিজের বেবিবাম্পের ছবি ইনস্টাগ্রামে আপলোড করলেন, যা মুহূর্তের মধ্যে ভাইরালও হয়ে গিয়েছে। এমনকি পোস্টটি বিরাট কোহলির কমেন্ট বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের।
পোস্টটিতে দেখা গিয়েছে, অনুষ্কা সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছেন। ছবিটিতে স্পষ্ট অভিনেত্রীর বেবিবাম্প। ক্যাপশনে তিনি লিখেছেন, নিজের শরীরের ভিতর একটি প্রাণের জন্ম হতে দেখছি। এর চেয়ে বড় সত্যি আর কী হতে পারে? পোস্টটি আপলোড হতেই প্রথম কমেন্ট আসে স্বামী বিরাটের। তিনি লেখেন, আমার সারা পৃথিবী এখন একটা ফ্রেমে। ব্যস, একজনে ছবি, আরেকজনের কমেন্ট দেখে মুগ্ধ সাইবারবাসীরা।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022