অনুষ্কা বেবিবাম্পের ছবি দেখে মুগ্ধ নেটদুনিয়া! নজর কাড়ল বিরাটের কমেন্ট

নিউজটাইম ওয়েবডেস্ক : বিরাট-অনুষ্কার পরিবারে খুব শীঘ্রই আসতে চলেছে খুদে সদস্য। সপ্তাহখানেক আগে তারকাজুটি সুখবরটি সোশাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগও করে নিয়েছিলেন। এবার অভিনেত্রী অনুষ্কা শর্মা ফের নিজের বেবিবাম্পের ছবি ইনস্টাগ্রামে আপলোড করলেন, যা মুহূর্তের মধ্যে ভাইরালও হয়ে গিয়েছে। এমনকি পোস্টটি বিরাট কোহলির কমেন্ট বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। 

পোস্টটিতে দেখা গিয়েছে, অনুষ্কা সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছেন। ছবিটিতে স্পষ্ট অভিনেত্রীর বেবিবাম্প। ক্যাপশনে তিনি লিখেছেন, নিজের শরীরের ভিতর একটি প্রাণের জন্ম হতে দেখছি। এর চেয়ে বড় সত্যি আর কী হতে পারে? পোস্টটি আপলোড হতেই প্রথম কমেন্ট আসে স্বামী বিরাটের। তিনি লেখেন, আমার সারা পৃথিবী এখন একটা ফ্রেমে। ব্যস, একজনে ছবি, আরেকজনের কমেন্ট দেখে মুগ্ধ সাইবারবাসীরা।

প্রসঙ্গত, গত ২৭ অগাস্ট সকালে ভক্তদের সোশাল মিডিয়ায় বিরুষ্কা জানান, তাঁদের সংসারে আসতে চলেছে তৃতীয় সদস্য। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, এবং আমরা তিনজন হতে যাচ্ছি। জানুয়ারি ২০২১ এ আসছি। প্রসঙ্গত, বর্তমানে আইপিএল খেলার জন্য বিরাট দুবাইতে, সঙ্গে রয়েছেন অনুষ্কা শর্মাও। কিন্তু যেদিন আরসিবি টিম দুবাইতে পৌঁছেছিল সেই সময় বিরাট বা অনুষ্কা কাউকেই দেখা যায়নি। এখন মনে করা হচ্ছে অন্তঃসত্ত্বা অনুষ্কাকে আড়াল করতেই দলের সঙ্গে না গিয়ে আলাদা করে গিয়েছেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube