
।। সন্দীপ সুর ।।
পিএসজি শিবিরে সুখবর। চোট কাটিয়ে অনুশীলন শুরু করলেন নেইমার, রামোস। ফরাসি কাপে মার্শেইয়ের বিরুদ্ধে ম্যাচে ফিরতে পারেন এই দুই তারকা ফুটবলার। পেশির চোটের কারনে শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি নেইমার। কোচ গালতিয়েরকে স্বস্তি দিয়ে অনুশীলনে ফিরলেন ব্রাজিলিয়ান তারকা।
আগামী সপ্তাহে ফরাসি কাপের সেমিফাইনাল সহ লিগ ওয়ানের গুরুপূর্ণ ম্যাচ রয়েছে। তারপরই চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি। এই তিনটি ম্যাচে চোটের কারনে খেলতে পারবেন না এমবাপে। তাই প্যারিসের ক্লাবের ভরসা মেসি-নেইমার জুটিই।
Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023