
নিউজটাইম ওয়েবডেস্ক : বীরভূমের মুখ্যমন্ত্রী সফর ঘিরে টানটান উত্তেজনা চলছে প্রশাসনিক স্তরে। অনুব্রতহীন বীরভূমে এই প্রথম মুখ্যমন্ত্রী আসছেন বীরভূমে। বেশ কিছু কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর সফরে। ৩০ তারিখ আসবেন মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে, তার জন্য চারটি হেলিপ্যাড তৈরি হয়েছে বোলপুর এলাকায়। বোলপুর ডাকবাংলা মাঠে চলছে প্রশাসনিক তৎপরতা এবং সেই সঙ্গে এখানেই হবে কর্মী সভা এবং প্রশাসনিক বৈঠক।
৩১ তারিখ মুখ্যমন্ত্রী উড়ে যাবেন মালদায় প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করতে। বিকেলে ফিরে বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীদের সঙ্গে বসবেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে অমর্ত্য সেনের বাড়ি যাওয়ার সম্ভাবনাও রয়েছে। ১ ফেব্রুয়ারি দলীয় কর্মসূচি রয়েছে বোলপুরে, বীরভূম নিয়ে। এখানেই প্রশাসনিক বৈঠক হওয়ারও সম্ভাবনা রয়েছে। ২ তারিখ ফিরে যাবেন বর্ধমানের অনুষ্ঠানে যোগ দিয়ে কলকাতায়। এই মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তাই টান টান উত্তেজনা চলছে প্রশাসনিক এবং রাজনৈতিক স্তরে।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023