
নিউজটাইম ওয়েবডেস্ক : অনুব্রতর দিল্লি যাত্রায় বাধ সাধল দুবরাজপুর আদালত। বিধানসভা নির্বাচনের আগে শিবঠাকুর মন্ডল নামে এক তৃণমূল কর্মীকে মারধর এবং খুনের হুমকি দেয় অনুব্রত মন্ডল।পুরোনো মামলার ভিত্তিতে অনুব্রতর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চায় দুবরাজপুর থানা। আসানসোল আদালতের অনুমতি পেয়ে মঙ্গলবার দুবরাজপুর আদালতে তাকে হাজির করে।
দুবরাজপুর থানা ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন করলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। দুবরাজপুর আদালতের নির্দেশে ইডি আপাতত অনুব্রতকে দিল্লি নিতে পারবে না বলে মনে করছে আইনজ্ঞরা। সোমবারই দিল্লির রাউস এভিনিউ থেকে প্রোডাকশন ওয়ারেন্ট পায় ইডি। তার আগে অনুব্রতকে দুবরাজপুর পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ায় দিল্লি যাত্রা আপাতত স্থগিত। পরবর্তীকালে ইডি কি করবে এখন সেটাই দেখার।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023