
নিউজটাইম ওয়েবডেস্ক : বলিউডের প্রথম সারির তারকাদের ঘরে ঢুকে পড়েছে মহামারি করোনাভাইরাস। ইতোমধ্যে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ও তার পুত্র অভিষেক বচ্চন করোনায় আক্রান্ত হয়েছেন। তারা রয়েছেন হাসপাতালে ভর্তি।
এবার জানা গেলো, বলিউডের আরও দুই নামজাদা তারকা রেখা ও অনুপম খেরের বাড়িতেও করোনা শনাক্ত হয়েছে। জানা গেছে, অনুপম খেরের মা, ভাই, ভাইয়ের স্ত্রী ও ভাইঝি করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে রেখার বাড়ির একজন নিরাপত্তাকর্মী করোনায় আক্রান্ত। করোনার খবর দিয়ে অনুপম খের বলেছেন, তাদের সবার অবস্থা আপাতত স্থিতিশীল। তাদের শরীরে করোনার হালকা আভাস মিলেছে। তিনি নিজেও করোনা পরীক্ষা করিয়েছেন বলে জানান অনুপম খের। তবে তার রেজাল্ট নেগেটিভ এসেছে। অন্যদিকে রেখার বাড়িকে ইতোমধ্যে সিলগালা করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তিনিও করোনা টেস্ট করিয়েছেন। তবে তার রেজাল্ট এখনো জানা যায়নি। প্রসঙ্গত, করোনায় অন্যতম বিপর্যস্ত দেশ ভারত। দেশটিতে সাড়ে ৮ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত। যার মধ্যে মহারাষ্ট্র তথা মুম্বাইতেই বেশি সংক্রমণ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022