অনিল আম্বানির থেকে বকেয়া ১৫৮০ লক্ষ ডলার আদায় করতে চলেছে এসবিআই

নিউজটাইম ওয়েবডেস্ক : কোটিপতি ব্যবসায়ী অনিল আম্বানির দুটি ব্যক্তিগত গ্যারান্টির ১৫৮০ লক্ষ ডলার আদায় করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জানা যায়, রিলায়েন্স কমিউনিকেশনস লিমিটেড ও রিলায়েন্স ইনফ্রাটেল লিমিটেডের হয়ে স্টেট ব্যাঙ্কের কাছ থেকে এই ঋণ নিয়েছিলেন অনিল আম্বানি।

আদালতের ওয়েবসাইট থেকে জানা গিয়েছে গত বৃহস্পতিবার ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে আবেদন করেন অনিল আম্বানি। তারপরেই এই ঋণ মেটানোর জন্য ব্যক্তিগত গ্যারান্টি দেওয়ার কথা জানান তিনি। এই বৃহস্পতিবারই তাঁকে এ বিষয়ে জবাব দিতে হবে বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর।

উল্লেখ্য, এর আগেও এই ধরনের সমস্যায় পড়েছিলেন এশিয়ার ধনীতম শিল্পপতি মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানি। সেই সময় শেষ মুহুর্তে তাঁর হয়ে টাকা দিয়েছিলেন মুকেশ। ফলে জামিন পান ৬০ বছর বয়সী অনিল। জেলে যাওয়ার হাত থেকেও রেহাই পান।

দেউলিয়া আইন অনুসারে মুকেশ-ভ্রাতা অনিলের কাছ থেকে ১২০০ কোটি টাকা আদায় করতে চাইছে এসবিআই, এমনটাই খবর সংবাদসংস্থা পিটিআই সূত্রে। অনিল আম্বানির মুখপাত্র জানিয়েছেন, ব্যক্তিগত ঋণ ছিল না। রিলায়েন্স কমিউনিকেশনস লিমিটেড ও রিলায়েন্স ইনফ্রাটেল লিমিটেডের হয়ে স্টেট ব্যাঙ্কের কাছে এই ঋণ নিয়েছিলেন অনিল।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube