অনির্বাণকে ‘সিনেমা হলে বিক্রি নেই’ বলে খোঁচা পরিচালক রানা সরকারের

নিউজটাইম ওয়েবডেস্ক : পরিচালক রানা সরকার সামাজিক মাধ্যমে জনপ্রিয় এবং চর্চিত। তাঁর মন্তব্যের জেরেই আলোচনা-সমালোচনার প্রসঙ্গ হয়ে ওঠেন তিনি বারবার।অভিনয় জগতের যেকোনও জনপ্রিয় মুখ নিয়েই তিনি মাঝেমধ্যে নানা মন্তব্য করে বসেন।পাল্টা কটাক্ষের শিকারও হন। তবে তিনি দমতে রাজি নন। এর আগে অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে কটাক্ষ করেছেন তিনি। আজও আবার সেই একইরকম মন্তব্য করলেন অভিনেতা অনির্বাণকে নিয়ে।

সদ্য মুক্তি পেয়েছে অনির্বাণ ভট্টাচার্য অভিনীত সিনেমা ‘মিথ্যে প্রেমের গান’। ছবিটি মুক্তি পেতেই পরিচালক অনির্বাণকে কটাক্ষ করে লেখেন, ‘ নতুন সিনেমা রিলিজের প্রথম দিনে এক লক্ষ টাকাও বিক্রি নেই বক্স অফিসে।শাহরুখ খান ফিরবে বলেছিল, কিন্তু খোকা নিজেই ভ্যানিশ হয়ে যাবে, কে জানত? তবুও আঁতলামো চলবে, নিজের একক অভিনীত ছবি দ্বিতীয় সপ্তাহে টানার ক্ষমতা নেই কোনওদিনই, তবুও মুখোশ পরা ডায়ালগবাজি।’ রানা সরকারের এই মন্তব্যের পর ‘রে রে’ করে ছুটে আসেন অনির্বাণের ভক্তরা। তুমুল কটাক্ষ হয় রানা সরকারকে নিয়ে। তবে এখানেই থামলেন না রানা।

আজ সকালে অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে আবারও মন্তব্য করলেন পরিচালক রানা সরকার। আজ তিনি লিখলেন, খুব ভালো অভিনয় করে, খুব স্পষ্ট বাংলা উচ্চারণ, কিন্তু সিনেমা হলে বিক্রি নেই। এরকম স্টারকে নিয়ে সিনেমা বানিয়ে প্রযোজকের কী লাভ বলতে পারেন?’ এর নীচে তিনি হ্যাশট্যাগে অনির্বাণের উদ্দেশে লেখেন, ‘গরীবের আল পাসিনো’।

নেটিজেনরা তেঁতে উঠেছেন পরিচালকের বক্তব্যে। রানা সরকার নিবেদিত শেষ ছবি ‘মানবজমিন’ নিয়ে কটাক্ষ করে এক নেটিজেন লেখেন তাঁর কথার জের টেনেই লেখেন, ‘খুব ভাল কবি, সুন্দর উপস্থাপনা কিন্তু তার পরিচালিত ছবি লোকে নিতে পারল না…!এরকম পরিচালককে দিয়ে সিনেমা বানিয়ে প্রযোজকের কী লাভ বলতে পারেন?’ তরজা চলছে নেট মাধ্যমে। কিন্তু এই বিষয়ে এখনও নিরুত্তাপ হয়েই রয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube