
নিউজটাইম ওয়েবডেস্ক : অনির্দিষ্টকালের জন্য অনশনে বসতে চলেছে মেডিক্যালের পড়ুয়ারা। গতকালই হুঁশিয়ারি দিয়েছিল ছাত্র সংসদের নির্বাচন নিয়ে কর্তৃপক্ষ নির্দেশিকা জারি না করলে অনশনে বসবে তাঁরা। বুধবার বেলা দুটো পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল তাঁরা। সিদ্ধান্তে অটল থেকে আমরণ অনশনে বসছে তাঁরা।
বিগত কয়েকদিন ধরেই উত্তাল ছিল মেডিক্যাল কলেজ চত্বর। ২০১৬ সালের পর থেকে ছাত্র সংসদের নির্বাচন হয়নি।নতুন করে নির্বাচন হোক, এই দাবিতে ৩৪ ঘন্টা অধ্যক্ষ ও অধ্যাপকদের ঘেরাও করে রেখেছিল তাঁরা। বুধবার শর্তসাপেক্ষে সেই ঘেরাও তুলে নেয় পড়ুয়ারা। তাঁদের দাবি ছিল, ছাত্র সংসদের নির্বাচনের নির্দেশিকা জারি করতে হবে, ছাত্র নিগ্রহ করা হয়েছে এই বিষয়ে তদন্ত করতে হবে।এবং সেন্ট্রাল লাইব্রেরি কেন বন্ধ হল তার তদন্ত করতে হবে।ছাত্রদের দাবি মেনে, নির্বাচন নিয়ে নির্দেশিকা দেয়নি মেডিক্যাল কতৃপক্ষ,তাই বৃহস্পতিবার সকালে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023