
নিউজটাইম ওয়েবডেস্ক : গত ৬ ডিসেম্বর শিরোনামে উঠে এসেছিল কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়াদের আন্দোলন। ছাত্র সংসদের নির্বাচন হোক এমন দাবি তুলে, তাঁরা প্রায় ২৪ ঘন্টার বেশি সময় মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানদের ঘেরাও করে রেখেছিলেন তাঁরা। পরবর্তীতে ঘেরাও তুললেও, দাবি না মেনে নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল তাঁরা।
কিন্তু তাঁদের দাবি মেনে নির্বাচনের সিদ্ধান্ত নেয়নি মেডিক্যাল কলেজ কতৃপক্ষ। তাই অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছে ৫ ছাত্র।৯৫ ঘন্টা পেরিয়ে, আজ তাঁদেরই ৩ জন পড়ুয়া টানা অনশনের কারণে অসুস্থ হয়ে পড়লেন। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন প্রিতম মুখার্জী নামে আন্দোলনরত এক ছাত্র।তাকে এমারজেন্সি বিল্ডিং এ নিয়ে গিয়ে চিকিৎসা করা হচ্ছে। এদিকে নির্বাচন নিয়ে এখনও নির্বিকার মেডিক্যাল কলেজ কতৃপক্ষ। কলেজের অধ্যক্ষের সঙ্গে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের বৈঠকেও মেলেনি রফাসূত্র। অন্যদিকে চিকিৎসকদের একাংশ আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে সমাবর্তনের ডাক দিয়েছেন। আন্দোলনের জট কাটাতে আগামীকাল মেডিক্যাল কলেজের সুপার, ডিএন এবং আন্দোলনরত পড়ুয়াদের ৪ প্রতিনিধির সঙ্গে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিবের নেতৃত্বে বৈঠকের ডাক দেওয়া হয়েছে।যদিওপ আগামীকালই নাগরিক মিছিলের ডাক দিয়েছে পড়ুয়ারা।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023