
নিউজটাইম ওয়েবডেস্ক : বাদল অধিবেশনের আজ প্রথমদিন। দীর্ঘ বিরতির পর অবশেষে লোকসভা এবং রাজ্যসভায় ভিড় দেখা গেল সাংসদদের। কিন্তু এই ভিড়ের মাঝে আগমন ঘটল করোনারও। প্রথমদিনেই মারণ ভাইরাসে আক্রান্ত ১৭ জন সাংসদ। জানা যাচ্ছে, মহামারীকালে পার্লামেন্টে ঢোকার আগে কোভিড টেস্ট বাধ্যতামূলক ছিল। আর এই পরীক্ষার পরেই জানা যায় ১৭ জনের শরীরে থাবার বসিয়েছে করোনা।
জানা যাচ্ছে, গত ১৩ সেপ্টেম্বর থেকে করোনা পরীক্ষা শুরু হয়েছিল। আজও সকালেও সংসদ ভবনে তা হয়েছে। এরপরেই এই ফলাফল সামনে আসে। সূত্রের খবর, আক্রান্তদের মধ্যে অধিকাংশ বিজেপির সাংসদ। মোট ১২ জন রয়েছে শাসক দলের। এছাড়া ওয়াইআরএস কংগ্রেসের দু’জন, এছাড়া রয়েছেন, শিবসেনা, ডিএমকে এবং আরএলপির দলের একজন করে এমপি। স্বাভাবিকভাবেই এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই আতঙ্ক ছড়ায় সংসদ ভবনে। কিন্তু যেহেতু এই পরীক্ষাগুলি আগেই করে নেওয়া হয়েছিল। ফলে যাঁদের রিপোর্ট পজিটিভ এসেছে তাঁরা পার্লামেন্টের অধিবেশন কক্ষে প্রবেশ করতে পারেননি। প্রসঙ্গত, আজ থেকে আগামী ১৮ দিন পর্যন্ত সংসদে চলবে বাদল অধিবেশন। রাজ্যসভা সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং লোকসভা শুরু হবে দুপুর ৩টে থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত চলবে। তবে প্রথম দিন অর্থাৎ আজকের জন্য লোকসভা বসেছে সকালের দিকে। করোনা আবহে যাতে সাংসদদের মধ্যে মারণ ভাইরাস ছড়িয়ে পড়তে না পারে সেইজন্য কক্ষের মধ্যে সামাজিক দুরত্ব বাধ্যতামূলক। এরজন্য প্রত্যেকটি আসনে চারপাশ ঘিরে রাখা হয়েছে। এছাড়া সকলের মুখে মাস্ক ও সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার রাখা আবশ্যিক বলে জানানো হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022