অতিরিক্ত জেলা শাসককে খুনের হুমকি

জলপাইগুড়ি, ৩০ মার্চ: চেম্বারে ঢুকে খুনের হুমকি দেওয়া হল জলপাইগুড়ির অতিরিক্ত জেলা শাসককে । মঙ্গলবার জলপাইগুড়ি জেলার অতিরিক্ত জেলা শাসক, তথা জেলার ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক, রঞ্জন চক্রবর্তীকে, তাঁর চেম্বারে ঢুকে খুনের হুমকি দেওয়া হয় ।

কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি । হুমকির আগের দিন, ভূমি দফতরের এস্টাব্লিশমেন্ট বিভাগের কাঁচের জানালা লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছিল । তার জেরে, কাঁচের জানালায় ছিদ্র হয়েছে । কাঁচের জানালা ভেদ করে সেই গুলি আলমারিতে চিহ্ণ তৈরি করেছে ।

গুলি চালানো নিয়ে তদন্ত করছে পুলিশ । গুলি চালানোর ঘটনা নিয়ে এখনও কোনও লিখিত অভিযোগ পুলিশে হয়নি ।তবে হুমকির ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল জেলা সভাপতি মহুয়া গোপ ও রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশনের জেলা সভাপতি সঞ্জয় সিংহ রায়।

এদিকে তিস্তা নদীর চরে জমির পাট্টার জন্য অপরিচিত ব্যক্তি এসে সদর্থক উত্তর না পাওায় জেলা ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক, রঞ্জন চক্রবর্তীকে খুনের হুমকি দিয়েছে ।রঞ্জন চক্রবর্তী অবশ্য ক্যামেরার সামনে কিছুই মন্তব্য করতে চাননি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube