
শ্যামনগর, উত্তর ২৪ পরগনা : শ্যামনগর স্টেশনের কাছে অটো কিংবা টোটো রাখা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে । তবে আজ সকালে ফের অটো রাখা হয় সেই স্থানে । সিভিক ভলানটিয়ার প্রতিবাদ করলে বচসা বেধে যায় ।
অভিযোগ, একদল অটো চালক সিভিক ভলানটিয়ারদের মারধোর করে । খবর পেয়ে জগদ্দল থানার এএসআই সমর চক্রবর্তী ঘটনাস্থলে গেলে দুষ্কৃতীরা তাঁর উপরেও চড়াও হয় । মারধোর করা হয় তাকেও ।
এই ঘটনায় চার সিভিক পুলিশ-সহ এক এএসআই জখম হন । সাতজন কে পুলিশ আটক করেছে । জগদ্দল থানা সমস্ত ঘটনাটা তদন্ত শুরু করেছে ।
Latest posts by news_time (see all)
- রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্মানহানির মামলা - May 30, 2023
- আবার চড়বে পারদ ? - May 30, 2023
- এসটিএফের অভিযানে বানচাল গাঁজা পাচারের ছক - May 30, 2023