
।।স্বর্ণালী মান্না ।।
কয়েক দিন আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা শম্ভুপ্রসাদ বেরা ।তাঁর পরিবারে লোকেরা রাতেই তাঁকে স্থানীয় একটি সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান ।তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় পরের দিন তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে । তবে সেখানে আশার আলো না দেখতে পাওায় ফের চণ্ডীপুরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে ।
তাঁকে ভর্তি করানো হয় একটি বেসরকারি হাসপাতালে ।সেখানকার চিকিৎসকরা জানিয়ে দেন রোগীর শারীরিক অবস্থা ভাল নয়, তিনি ক্রমশ ব্রেন ডেথের দিকে এগোচ্ছেন ।তাঁর মেয়ে জানান, তাঁর বাবা অঙ্গদানের প্রতি যথেষ্ট উৎসাহী ছিলেন তাই তারাও আর দেরি না করে অঙ্গদানের কথা ভাবতে থাকেন ।
এরপর ২৪ এপ্রিল শম্ভুপ্রসাদ বেরার বাড়ির লোকেরা তাঁকে পিজি-র ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসেন । পরের দিন তাঁর ব্রেন ডেথ নিশ্চিত করে, তাঁর স্ত্রী ও মেয়ের সম্মতি নিয়ে, তাঁর অঙ্গদানের প্রক্রিয়াটি শুরু করা হয় বলে জানা গেছে ।এরপর রোটোর মাধ্যমে খোঁজ চলে যকৃৎ ও বৃক্ক প্রয়োজন এমন কিছু রোগীর ।
সুত্রের খবর আলিপুর সেনা হাসপাতালে চিকিৎসাধীন দুই রোগী পেয়েছেন শম্ভুপ্রসাদ বেরার দুই বৃক্ক । অন্যদিকে যকৃৎ পেয়েছেন দিল্লির এক রোগী ।
- মণিপুরে সন্ত্রাসবাদী হামলা, শহিদ বিএসএফ জওয়ান - June 6, 2023
- বিদেশযাত্রায় বাধা রুজিরা বন্দ্যোপাধ্যায়ের, হাজিরার নোটিশ দিল ইডি - June 5, 2023
- প্রয়াত মহাভারত খ্যাত অভিনেতা গুফি পেন্টাল - June 5, 2023