অগাস্ট মাস থেকে খুলতে পারে সিনেমা হল, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অমিত খারে

নিউজটাইম ওয়েবডেস্ক : আগামী অগাস্ট মাস থেকেই খুলতে পারে সিনেমা হল, জাননো হল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে। শুক্রবার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অমিত খারের সাথে সিআইআই মিডিয়া কমিটির একটি রুদ্ধদ্বার বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। এই আলোচনাতেই অমিত খারে পরামর্শ দেন ১লা অগাস্ট থেকে ৩১ শে অগাস্টের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে সিনেমা হল খোলা ‌যেতে পারে। তবে তিনি এও জানান, চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব অজয় ভাল্লা।

তবে সংক্রমণ রুখতে সিটিং অ্যারেঞ্জমেন্টে বদল আনা হবে বিস্তর। প্রথম সারিতে একটি করে আসন ছেড়ে ছেড়ে দর্শকরা বসতে পারবেন। তারপরের সারি একেবারে ফাঁকা রাখা হবে। এইরকম আরও বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কিছু জানানো হয়নি।

অমিত খারের সাথে এই বৈঠকে ‌যে সমস্ত হল মালিকরা উপস্থিত ছিলেন তারা আসনে এই বদল মানতে নারাজ। তাঁরা জানান, এই আসন সজ্জা মেনে হল চালালে হল এতদিন বন্ধ থেকে ‌যা ক্ষতি হয়েছে তার থেকেও বেশি ক্ষতি হবে। হলের মোট আসন সংখ্যার ২৫ শতাংশ দর্শক নিয়ে কাজ করলে লাভের চেয়ে ক্ষতির পরিমাণই হবে বেশি। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন মিডিয়া হাউস, টিভি চ্যানেলের কর্নধাররা, এমনকি নানান ওটিটি প্ল্যাটফর্মের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরাও।

প্রসঙ্গত, গত ২৫ শে মার্চ করোনা সংক্রমণ রুখতে ‌যে লকডাউন শুরু হয় তখনই দেশের সমস্ত সিনেমা হলগুলি বন্ধ হয়। এরপর আনলকে বিভিন্ন ক্ষেত্রে মলগুলি খুললেও এখনও প‌র্যন্ত সিনেমা হল খোলার অনুমতি দেওয়া হয়নি। এর জন্য হল মালিকেরা বেশ ক্ষুব্ধও। মাসের পর মাস হল বন্ধ থাকায় ব্যবসার ক্ষতির সাথে সাথে কর্মচারীদের বেতন দেওয়ায় অসম্ভব হয়ে পড়ছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube